আপডেট সময় :
১১:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
১৭৪
জন সংবাদটি পড়েছেন
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলার সদস্য সচিব ও বিএনপি নেতা বিমল দেবনাথ গেদু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি।
আজ ( ৬ ডিসেম্বর) শনিবার বিকালে মাদারীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহানের মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব ও বিএনপি নেতা বিমল দেবনাথ গেদু মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন। মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে হঠাৎ করেই একটি ব্যাটারিচালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা মারলে তিনি হাতে আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে ভর্তি হওয়ার পরামর্শ দেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তার হাতে ফ্র্যাকচার হয়েছে। সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। তবে গুরুতর জখম হয়নি। বিমল দেবনাথ গেদু সারাক্ষণ বার্তাকে জানান, ধানের শীষের জনসংযোগ করতে গিয়ে আহত হয়েছি।তবে কিছু...
8
আজ ( ৬ ডিসেম্বর) শনিবার বিকালে মাদারীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহানের মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব ও বিএনপি নেতা বিমল দেবনাথ গেদু মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন।
মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে হঠাৎ করেই একটি ব্যাটারিচালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা মারলে তিনি হাতে আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে ভর্তি হওয়ার পরামর্শ দেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তার হাতে ফ্র্যাকচার হয়েছে। সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। তবে গুরুতর জখম হয়নি।
বিমল দেবনাথ গেদু সারাক্ষণ বার্তাকে জানান, ধানের শীষের জনসংযোগ করতে গিয়ে আহত হয়েছি।তবে কিছু দিনের মধ্যেই সেরে উঠব। ধানের শীষের বিজয় হলে আমার এ কষ্ট আর কষ্ট থাকবে না। আমরা চাই সবাই মিলে এবার পরিবর্তন করতে।জয় আমাদের হবেই।