মাদারীপুরের রাজৈরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ,আজ ০১ ডিসেম্বর,২০২৫ তারিখ, সোমবার,বেলা ১১:৩০ মিনিট এর সময়, রাজৈর উপজেলা সমাজসেবা কার্যালয়ে , সমাজসেবা কর্মকর্তা এর সাথে, রাজৈর উপজেলার বিভিন্ন নিবন্ধন কৃত স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায়, রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সৈয়দ গোলাম মাওলা এর সঞ্চালনায় স্বাগত ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বাদশা ফয়সাল, ফিল্ড সুপারভাইজার, সোনিয়া মৌসুমী,কপালী যুব সংঘের সহ সভাপতি , গিরিশ চন্দ্র মজুমদার, প্রদেশ সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অনাদি কুমার মন্ডল, শাখার পাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার এর সাধারণ সম্পাদক, সেলিম শরীফ,লখন্ডা তরুণ যুব সংঘ এর সাধারণ সম্পাদক , অজিত মজুমদার ,মা, মাটি ও মানুষ যুব সংঘের প্রতিনিধি, করিম মোল্লা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধি বৃন্দ।
বক্তব্যের শেষে উন্মুক্ত আলোচনা হয়। উন্মুক্ত আলোচনায় উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
শুভেচ্ছা বক্তব্যে এক পর্যায়, রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল বলেন, ঝিমিয়ে পড়া সংগঠনকে সক্রিয় করতে হবে ,আমি এব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব, তিনি আরো বলেন, যে সকল সংগঠন এখন পর্যন্ত কার্যনির্বাহী কমিটি হাল নাগাদ করেন নি, সে সকল সংগঠন অচিরেই, কার্যনির্বাহী কমিটি গঠন করে, কাগজপত্র ঠিক করে আমাদের অফিসে জমা দিন,আমি আমার কাজ করে তিন দিনের মধ্যে সমাজ সেবা জেলা অফিস এ জমা দিব। এবং তিনি সংগঠনের প্রতিনিধিদের অনুদানের জন্য আবেদন করতেও আহ্বান জানান।
বক্তব্যে কপালী যুব সংঘের সহ সভাপতি গিরিশ চন্দ্র মজুমদার বলেন, সংগঠন সক্রিয় রাখতে হলে, অবশ্যই কার্যনির্বাহী কমিটি ও অডিট হালনাগাদ করতে হবে।
প্রদেশ সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অনাদি কুমার মন্ডল বলেন, সংগঠনকে সক্রিয় রাখতে হবে ,এলাকা তথা এলাকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য। তিনি আরো বলেন, আমরা,আমাদের সংগঠনের মাধ্যমে সরকারের সাথে ,দেশের উন্নয়নে কাজ করে যাব।
সারাক্ষণ ডেস্ক 

















