আজ শনিবার (২০ ডিসেম্বর,২০২৫) মাদারীপুরের রাজৈর উপজেলার মৃধা বাড়িতে সারাক্ষণ বার্তার সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসুর মাতা-পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীমদ্ভগবত গীতা প্রবচন, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও গীতা দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯৯৪ সালের ২০ ডিসেম্বর দিবাগত রাতে নিমচাঁদ বসু ইহলোক ত্যাগ করেন।মাতা আশ্বাদী বসু ২০০৩ সালে ইহলোক ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি ছয় পুত্র ও তিন কন্যা, পুত্রবধূ,নাতি – নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জীবদ্দশায় তিনি ছিলেন একজন সৎ ,নির্ভীক ও কঠোর পরিশ্রমী একজন কর্মঠ মানবিক মানুষ।মাতৃদেবী ছিলেন সহজ,সরল ও গূণবতী সুশীলা নারী। প্রতিবছর তাঁদের মৃত্যু দিবসে বৈষ্ণব ভোজন, পবিত্র গীতা পাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও গীতা দান অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এবছরও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সামগ্রীক অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠানের প্রারম্ভে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ধর্মীয় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসু বংশীয় প্রাচীন কর্ণধর বসু। ধর্মীয় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজপতি , অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল মজুমদার, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদ এর গীতা প্রশিক্ষক ও ভাগবত পাঠক কবি নির্মলেন্দু বিশ্বাস, বিশিষ্ট ধর্মীয় বক্তা অধীর বাবু, শিক্ষক অসীম মন্ডল প্রমুখ।
সারাক্ষণ ডেস্ক 
















