দিনাজপুর টেক্সটাইল বাজারস্থ হাইওয়েতে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাই, অভিযুক্তদের নামে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে,অভিযুক্তরা ০১। মোঃ রুবেল ইসলাম (২০), পিতা-মোঃ বাবু, ০২। মোঃ আরিফ ইসলাম (২১), পিতা-মোঃ মজিদ ইসলাম, উভয় সাং-সুন্দরবন গুয়াপাড়া, থানা-কোতয়ালী, ০৩। মোঃ বদিউল আলম বদি (২৮), পিতা-মোঃ আব্দুল গফুর, সাং-শেফালীর বাজার, থানা-চিরিরবন্দর, সর্ব জেলা-দিনাজপুর সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ব্যক্তিরা ০১ নং ব্যক্তির নেতৃত্বে এলাকায় বিভিন্ন প্রকার অসামাজিক কাজ ও দলবল ব্যবহার করে চাদাবাজি, দখলদারি, ও বিভিন্ন প্রকার আইন বিরোধী কাজকরে আসিতেছেন। ০৩/০১/২০২৬ তারিখ দুপুর অনুমান-১২.৩০ ঘটিকার সময় টেক্সটাইল বাজারস্থ হাইওয়ে পাকা রাস্তায় ডালিম কুমার রায়(৩৪), পৌঁছাইলে অভিযুক্তরা ও সহযোগী অজ্ঞাতনামা আসামীরা ০৩ (তিন) টি মোটর সাইকেলযোগে আসিয়া পিছন দিক হইতে বাদির মোটর সাইকেলের সামনে আসিয়া মোটর সাইকেল থামাইয়া জানে মারে ফেলার হুমকি-ধামকী দিয়ে বাদির ব্যবহৃত বাজাজ ডিসকভার-১২৫ সিসি, চেসিস নং-MD2A15BZ1GWB-89966, ইঞ্জিন নং-JZZWGB-07101 বর্ণিত মোটর সাইকেল ও ব্যবসার কাজের বিভিন্ন নথিপত্র সহ ২,০৫,০০০ টাকার ব্যাগ পিঠ থেকে ছিনাইয়া ছিনতাইকারিরা মোটর সাইকেল ও টাকার ব্যাগটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ডালিম কুমার রায়(৩৪), পিতা-অজিত কুমার রায়, সাং-সুন্দরবন রামডুবিহাট, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর অভিযোগে উল্লেখ করেছেন যে, তিনি স্থানীয় ইউপি সদস্য মোঃ মোতাহার হোসেনের নিকট গিয়ে সাহায্য চেয়েছিলেন, কিন্তু তিনি কোন সাহায্য করতে পারেননি। তিনি এব্যপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত অভিযুক্তদের আেইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রার্থনা করেছেন।
ব্রেকিং নিউজ:
দিনাজপুর টেক্সটাইল বাজারস্থ হাইওয়েতে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাই ,অভিযুক্তদের নামে থানায় অভিযোগ।
-
সারাক্ষণ ডেস্ক - আপডেট সময় : ০৪:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- ৩৯ জন সংবাদটি পড়েছেন
Tag :
জনপ্রিয় সংবাদ

















