গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘শিক্ষা সপ্তাহ’ উদযাপন উপলক্ষ্যে বন্দর উপজেলা (নারায়ণগঞ্জ) পর্যায়ে প্রতিযোগিতায় গভঃ হাজী ইব্রাহিম আলম চান মডেল স্কুল & কলেজ থেকে কলেজ পর্যায়ে Asst. Professor (বাংলা) বিপুল কীর্ত্তনীয়া শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন ।
সহকারী অধ্যাপক বিপুল কির্ত্তনীয়ার জন্ম মাদারীপুর জেলা রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের কির্ত্তনীয়া বাড়িতে।১৯৮৩ সালে কদমবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে তিনি কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সাফল্যের সাথে বিসিএস শিক্ষার মাধ্যমে কলেজে অধ্যাপনা শুরু করেন।
ছাত্র জীবন থেকেই তিনি সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক ইতিবাচক মনোভাব নিয়ে বেড়ে উঠেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের একজন উদ্যোক্তা ও সম্মানিত উপদেষ্টা হিসেবে এলাকায় শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে আসছেন।
উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সহকারী অধ্যাপক বিপুল কির্ত্তনীয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন পরিবার।
সারাক্ষণ ডেস্ক 















