ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ । পূর্ণ যৌবনা কুমার নদী এখন জৌলুস হারিয়ে মৃত প্রায় নদীতে রূপ নিয়েছে। মাদারীপুরে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রকাশ্য দিবালোকে খুলনা আদালত চত্বরে গুলি করে দুইজনকে হত্যা। মাদারীপুরের রাজৈরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন। মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত। বাংলার কিংবদন্তি এক মহীয়সী নারী বেগম খালেদা জিয়া। টিকটকে প্রেম, ৬ বছরের শিশুকে রেখে পালালো মা। ভুয়া কাগজপত্র দেখিয়ে গাড়ীর ব্যবসায়ের নামে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা বেইস- টেকের মালিক নীলয়।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত।

  • মোঃ মিলন আহাম্মেদ
  • আপডেট সময় : ১১:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৮৮ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজঃ ১১৬৭) নির্বাচন নিয়ে আহ্বায়ক কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি ও সম্ভাব্য প্রার্থীদের অংশগ্রহণে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উচ্চবৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকেলে দিনাজপুরের সুইহারীস্থ ইউনিয়নের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম। তিনি জানান, ইউনিয়নের নির্বাচন নিয়ে আদালতে একটি মামলা হয়, যেখানে বাদীপক্ষ নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন এবং উল্লেখ করেন যে, আগামী ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করা যাবে।কক

আলোচনায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আদালতের রায়ের প্রভাব ও পরবর্তী করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। এই সময় সম্ভাব্য প্রার্থীরা চলতি মাসেই নির্বাচনের তারিখ ঘোষণা করার জোর দাবি জানান।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ শামীম বিন গোলাম পার্ল বলেন, “আদালতের নির্দেশনার বাইরে আমাদের করার কিছু নেই।”

আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, “আমরা চেষ্টা করব আগামী সেপ্টেম্বরের মধ্যে চলমান সমস্যার সমাধান করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে। তবে সমাধান না হলে শ্রমিকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

যুগ্ম আহ্বায়ক শওকত আলী তোতা বলেন, “এই পদে থাকার কোন লোভ আমাদের নেই। বারবার তারিখ ঘোষণা করে নির্বাচন স্থগিত হলে শ্রমিকদের মধ্যে হতাশা বাড়ে। তাই সুপরিকল্পিত সিদ্ধান্তের মাধ্যমে যেন নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ, রাশেদুজ্জামান বিপ্লব, মোঃ খোকন, মোঃ আফজাল হোসেন, মোঃ স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মোঃ মজিবুর রহমান মুজিব, মোঃ হালিম বাবু, এবং মোঃ সৈয়দ খালিদ।

এছাড়াও বিভিন্ন পদের সম্ভাব্য প্রার্থী ও শ্রমিক নেতৃবৃন্দ নির্বাচন সংক্রান্ত দিক নির্দেশনামূলক  বক্তব্য প্রদান করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ ।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ১১:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজঃ ১১৬৭) নির্বাচন নিয়ে আহ্বায়ক কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি ও সম্ভাব্য প্রার্থীদের অংশগ্রহণে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উচ্চবৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকেলে দিনাজপুরের সুইহারীস্থ ইউনিয়নের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম। তিনি জানান, ইউনিয়নের নির্বাচন নিয়ে আদালতে একটি মামলা হয়, যেখানে বাদীপক্ষ নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন এবং উল্লেখ করেন যে, আগামী ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করা যাবে।কক

আলোচনায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আদালতের রায়ের প্রভাব ও পরবর্তী করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। এই সময় সম্ভাব্য প্রার্থীরা চলতি মাসেই নির্বাচনের তারিখ ঘোষণা করার জোর দাবি জানান।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ শামীম বিন গোলাম পার্ল বলেন, “আদালতের নির্দেশনার বাইরে আমাদের করার কিছু নেই।”

আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, “আমরা চেষ্টা করব আগামী সেপ্টেম্বরের মধ্যে চলমান সমস্যার সমাধান করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে। তবে সমাধান না হলে শ্রমিকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

যুগ্ম আহ্বায়ক শওকত আলী তোতা বলেন, “এই পদে থাকার কোন লোভ আমাদের নেই। বারবার তারিখ ঘোষণা করে নির্বাচন স্থগিত হলে শ্রমিকদের মধ্যে হতাশা বাড়ে। তাই সুপরিকল্পিত সিদ্ধান্তের মাধ্যমে যেন নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ, রাশেদুজ্জামান বিপ্লব, মোঃ খোকন, মোঃ আফজাল হোসেন, মোঃ স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মোঃ মজিবুর রহমান মুজিব, মোঃ হালিম বাবু, এবং মোঃ সৈয়দ খালিদ।

এছাড়াও বিভিন্ন পদের সম্ভাব্য প্রার্থী ও শ্রমিক নেতৃবৃন্দ নির্বাচন সংক্রান্ত দিক নির্দেশনামূলক  বক্তব্য প্রদান করেন।