রোববার (২৪ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া জামিনের এ আদেশ দেন।
সাড়ে তিন বছর সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম বাবুল গত ১৮ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরদিন ১৯ আগস্ট খালাস চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন তার আইনজীবী। একইসঙ্গে তার পক্ষে জামিন আবেদন করা হয়।
ওইদিন আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ জামিন শুনানি হয়।
আজ জামিন আবেদনের পক্ষে মোসলেহ উদ্দিন জসিম, নিহার হোসেন ফারুকসহ কয়েকজন আইনজীবী শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।