ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি-কৃষ্টপুর গ্রামের ধনাঢ্য ব্যবসায়ী ড. গোলাম আল ফারুক জীবিত থাকতেই খামারবাড়িতে নিজের জন্য কবর খুঁড়ে রেখেছেন।
মাটির তৈরি ছোট্ট ঘরের ভেতরে খুঁড়ে রাখা কবরের ওপর রয়েছে খাটিয়া, কোলবালিশ ও সাদা চাদর।
স্থানীয়দের ভাষ্য, মৃত্যুর কথা সর্বদা মনে রাখতে ও জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে তিনি এ ব্যবস্থা করেছিলেন। অনেক সময় তিনি সেখানে শুয়েও বিশ্রাম নিতেন।
বর্তমানে দূরদূরান্ত থেকে অনেকে ছুটে আসছেন এই ব্যতিক্রমী ঘর দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ নীরবে দাঁড়িয়ে ভাবছেন— “মৃত্যু অনিবার্য, তাই অনেকে মনে করছেন আগে থেকেই প্রস্তুতি নেয়াই বুদ্ধিমানের কাজ।”
তবে অনেকে এটা খারাপ নজর এ দেখছেন।