মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সিপাইবাড়ী মোড়ে মর্মান্তিক এক দুর্ঘটনার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। আজ ১২ সেপ্টেম্বর,২০২৫ দুপুরে ৬ নম্বর ওয়ার্ডের জামালের বাড়িতে নির্মাণ কাজ চলাকালীন সময় এক রাজমিস্ত্রিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারই এক সহকর্মী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা ওই রাজমিস্ত্রির পরবর্তীতে মৃত্যু হয়েছে বলেই দাবি করেছেন স্থানীয়রা।
তবে, এই বিষয়ে বাড়ির মালিক জামাল ভিন্ন বক্তব্য দিয়েছেন। তার দাবি, আহত রাজমিস্ত্রি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, জামাল এই ঘটনার পরপরই আহত রাজমিস্ত্রিকে দ্রুত এ্যাম্বুলেন্সে তুলে ঘটনাস্থল থেকে চাঁপাইনবাবগঞ্জে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এসময় রাজমিস্ত্রির আরও কয়েকজন সহকর্মীও উপস্থিত ছিলেন বলে জানান স্থানীয়রা।
তারা অভিযোগ করেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহ গোপনে সরিয়ে ফেলার চেষ্টা চলছে।
ঘটনার খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের সাহাদাত হোসেন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উপস্থিত লোকজনের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শুনে প্রাথমিক তদন্ত শুরু করেন এবং লিখিত অভিযোগ গ্রহণ করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।