ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী। নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর।

ফরিদপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। 

  • মোঃ সজল মন্ডল
  • আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮ জন সংবাদটি পড়েছেন

 

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা থানাধীন তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে ছোট ভাই মোঃ আলাউদ্দিন শেখ (২৫)এর হাতে বড় ভাই মোঃ সালাউদ্দিন শেখ (৩০) খুন হন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ক্রোধবশত ছোট ভাই মাছ কাটার বটি দিয়ে বড় ভাইকে আঘাত করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলমান ছিল এবং তা মারাত্মক আকার ধারণ করায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী।

ফরিদপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। 

আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

 

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা থানাধীন তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে ছোট ভাই মোঃ আলাউদ্দিন শেখ (২৫)এর হাতে বড় ভাই মোঃ সালাউদ্দিন শেখ (৩০) খুন হন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ক্রোধবশত ছোট ভাই মাছ কাটার বটি দিয়ে বড় ভাইকে আঘাত করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলমান ছিল এবং তা মারাত্মক আকার ধারণ করায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।