ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা থানাধীন তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে ছোট ভাই মোঃ আলাউদ্দিন শেখ (২৫)এর হাতে বড় ভাই মোঃ সালাউদ্দিন শেখ (৩০) খুন হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ক্রোধবশত ছোট ভাই মাছ কাটার বটি দিয়ে বড় ভাইকে আঘাত করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলমান ছিল এবং তা মারাত্মক আকার ধারণ করায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।