ফরিদপুর শহরের আলিপুর এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে একটি অবৈধ ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার করেছে। এ সময় মাহফুজুর রহমান সবুজ (৩৯) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করা হয়। শনিবার ভোরে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মাহফুজুর রহমান সবুজ ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন।
এ বিষয়ে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু জানান, মাহফুজুর রহমান সবুজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।সূত্র জানায়,এ বিষয়ে পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।
অন্যদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এসব অপরাধ নির্মূলে জনগণকে সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।