আজ সোমবার সন্ধ্যা ৬ঘটিকার সময় ফরিদপুর-ঢাকা মহাসড়কের শিবরামপুর রান ইন্ডাস্ট্রিজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,তারা তিনজন মোটরসাইকেলে ফরিদপুরের উদ্দেশ্যে আসতেছিলো পিছন থেকে ভ্যানের ধাক্কায় তারা ছিটকে মহা সড়কে পরে যায়, পরবর্তীতে একটি ট্রাক মোটরসাইকেল আরোহী শুভর মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, তারা সেখানে চিকিৎসারত অবস্থায় রয়েছে।
নিহতের নাম শুভ (২০) সে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সারাক্ষণ বার্তাকে জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে। তবে চালক ও হেলপার তাদের আটকের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।