দুদকের অভিযানে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও সদস্য গ্রেফতার
গ্রেফতার রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমান।
যশোরের বেনাপোল কাস্টমস হাউসে ঘুষের টাকাসহ এক রাজস্ব কর্মকর্তাসহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, এদিন বিকেলে দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন। হঠাৎ করেই দুদকের দল বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। অভিযান চলাকালে ঘুষ লেনদেনের নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
দুদকের উপপরিচালক সালাউদ্দীন আহমেদ বলেন, গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য চলছে এবং বিপুল অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। ঘটনাস্থল থেকেই ঘুষের টাকা উদ্ধারসহ দু’জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া কাস্টম্সের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।
সারাক্ষণ ডেস্ক 

















