আজ সোমবার ১৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মাদারীপুর জেলার অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০:০০টা থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
গতকাল তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেন শিক্ষক কর্মচারীবৃন্দ।এই শান্তিপূর্ণ সমাবেশে বর্তমান সরকারের পেটোয়া বাহিনী পূর্বের স্বৈরাচারী সরকারের আদলে শিক্ষকদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে কতিপয় শিক্ষককে লাঞ্ছিত ও মারাত্মকভাবে আহত করেন এবং কতিপয় শিক্ষককে গ্রেপ্তার করে।পরে চাপের মুখে ছেড়ে দেয় ।আহত শিক্ষকবৃন্দ চিকিৎসাধীন রয়েছেন।জাতি গড়ার কারিগরদের ওপর এধরনের হামলা ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ বিক্ষোভে ফেটে পড়েন।তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০:০০টা থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতি ঘোষণা করেন শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ।
বেসরকারি শিক্ষকদের প্রথম দাবি হচ্ছে ২০% বাড়ি ভাড়া। দ্বিতীয় দাবি ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং তৃতীয় দাবি কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন বেসরকারি শিক্ষকবৃন্দ। মাদারীপুর জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম বলেন, মাদারীপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে বিষয়টি আমার জানা নেই।তবে বিভিন্ন উপজেলায় খবর নিয়ে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, কালকিনিতে শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি চলছে। শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছাদুর রহমান জানান শিবচরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে না।তবে সারাক্ষণ বার্তার কাছে তথ্য রয়েছে শিবচরের অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই কর্মবিরতি চলছে। রাজৈর উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। কোথাও কোথাও শিক্ষার্থীবৃন্দ শিক্ষক কর্মচারীদের দাবির সমর্থনে রাস্তায় মিছিল করেছে। প্রতিবেদকের কাছে তথ্য রয়েছে কদমবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় মিছিল সহকারে শিক্ষকদের ওপর হামলা কেন এর জবাব চাই শ্লোগানে রাজপথে নেমে এসেছে। রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানান।
সারাক্ষণ ডেস্ক 

















