বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১০:০০টায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায় রাজৈর উপজেলার মধ্যে এবারো পাশের হারে শীর্ষে অবস্থান করছে নারী শিক্ষায় অপ্রতিদ্বন্দ্বী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ।
শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ এবছর এইচএসসিতে পাসের হার ৫৭.০৬।কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ পাসের হার ৪৬.৮৮।
কেজেএস স্কুল এন্ড কলেজ পাসের হার ৪৪.৯৪।
কদমবাড়ি ইউনিয়ন মহাবিদ্যালয় পাসের হার ৩৯.৬
টেকেরহাট পপুলার স্কুল এন্ড কলেজ পাসরে হার ৩৮.৮১।
লুন্দি সরকারি কলেজ পাসের হার ৩৩.৮২
রাজৈর সরকারি কলেজ পাসের হার ৩২.২৩।
ফলাফল পর্যবেক্ষণে দেখা যায়, শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ হতে এবছর এইচএসসি পরীক্ষায় GPA= 5 পেয়েছে ৪টি । বিজ্ঞান বিভাগ হতে ২টি এবং মানবিক বিভাগ থেকে ২টি। নারী শিক্ষায় প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এফ আর মামুন বলেন, শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজটি নারী শিক্ষার একটি অনন্য অপ্রতিদ্বন্দ্বী শিক্ষা প্রতিষ্ঠান।যা স্বাধীনতা উত্তর বাংলাদেশে নারী শিক্ষা বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ।
সারাক্ষণ ডেস্ক 

















