গত শুক্রবারে নড়াইলের নলদী ইউনিয়নের খাদ্যবান্ধব ও এম এস এর সরকারি ১৭১ বস্তা চাল মাগুরার মোহাম্মদপুর ,নহাটা ফাঁড়িতে আটক হয়েছিল। ব্যবসায়ী সুজপুর গ্রামের ওলিয়ার রহমানকে মোহাম্মদপুর উপজেলার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও ওই ব্যবসায়ী আর চাল কিনবে না মর্মে মুসলেকা নিয়ে চাউল ছেড়ে দিয়েছেন ও সংশ্লিষ্ট দুইজন ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে সুপারিশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মনজুর রহমান, সিএ, মোঃ জাহাঙ্গীর হোসেন, ফাঁড়ির ইনচার্জ সুবির কুমার বিশ্বাস, স্থানীয় বিএনপি নেতা মোঃ আক্কাস শেখ, সাংবাদিক তারিকুল ইসলাম ও নোওয়াব আলী সহ প্রমুখ।
জানা যায়, খাদ্য বান্ধব নলদী ইউনিয়নের ওএস এম সরকারি চাল নলদি বাজারের ডিলার হেমায়েত হোসেনের কাছ থেকে ৭৭ বস্তা ও নালিয়া বাজারের ডিলার কামরুলের কাছ থেকে ৯৪ বস্তা চাউল কিনে ব্যবসায়ী ওলিয়ার রহমান মাগুরার আলোকদিয়া বাজারে বিক্রি করেছিল। করিমনে চাল নেয়ার সময় পানিঘাটা পাঁচ রাস্তার মোড় থেকে জনতা আটক করে কিছু উৎশৃংখল জনতা লুটপাট শুরু করে ,পরে খবর পেয়ে নহাটা ফাড়ির এস আই রাজ ফোর্স সহ ঘটনা স্থলে যেয়ে উক্ত চাল লুটপাটের হাত থেকে রক্ষা করে করিমন সহ চাল ফাঁড়ির হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে মোহাম্মদপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে ও ব্যবসায়ীর মুচলেকা নিয়ে চাউল ছেড়ে দিয়েছেন।
সারাক্ষণ ডেস্ক 









