খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জে বসতবাড়ির সীমানা বিরোধের জেরে মধ্য বয়সী সুরঞ্জন বৈদ্য মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর দুপুরে সীমানা নির্ধারণ ও ঘেরা বেড়া দেওয়া কেন্দ্র করে কৃষ্ণপদ বৈদ্য গং প্রতিবেশী সুরঞ্জন বৈদ্যকে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
আহত সুরঞ্জন বৈদ্য ও তার স্ত্রী দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সুরঞ্জন বৈদ্য অভিযোগ করে বলেন, “কৃষ্ণপদ বৈদ্য গং আমাকে দড়ি দিয়ে বেঁধে কোথায় যেন নিয়ে যাচ্ছিল, পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। বর্তমানে তারা সাজানো মামলার হুমকি দিচ্ছে, এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি প্রশাসনের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
খুলনা জেলা প্রতিনিধি 









