আজ ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার বিকাল ৫:০০টায় মাদারীপুর লিগ্যাল এইড সম্মেলন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা কমিটির উদ্যোগে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। মাদারীপুর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জীবন বোসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণব মঠের অধ্যক্ষ স্বামী সত্যপ্রিয়ানন্দ জীবন মহারাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু, মাদারীপুর পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়ন্ত হালদার, রাজৈর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিপ্লব ঘোষ, রাজৈর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সনজীব দাস,মাদারীপুর হিন্দু মহাজোটের সভাপতি পরান চক্রবর্তী, আমরা সারথীর নেতা তাপস দাস প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিমল দেবনাথ গেদু। বক্তারা বলেন, মাদারীপুরে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হয়ে আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু বলেন, সারা বাংলাদেশে বসবাসরত সনাতনী সম্প্রদায়ের সকলকে পরিবর্তিত রাজনৈতিক আবহে নিজেদেরকে খাপখাওয়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাংলাদেশর একটি মডেল সংগঠন হিসেবে সনাতনীদের পাশে থেকে তাদের সকল নাগরিক অধিকার অর্জনে সর্বদা সচেষ্ট থাকবে।
অনুষ্ঠান শেষে কেক কেটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।আগত সুধীজন উৎসবমুখর পরিবেশে কেক কাটার আনন্দ উপভোগ করেন এবং সকল অতিথিকে আপ্যায়ন করেন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।
সারাক্ষণ ডেস্ক 









