আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রতিটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তনের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ আব্দুল বারিক।
সদ্য দায়িত্ব গ্রহণ শেষে সারাক্ষণ বার্তাকে তিনি জানান, মাদকবিরোধী অভিযান হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের মাদক সম্রাট কিংবা মাদক ব্যবসায়ীর সঙ্গে কোনো আপোষ নয়—এই অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমি সবসময়ই মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার। সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পরও প্রথম দিন থেকেই মাদকের বিরুদ্ধে অ্যাকশনে নামবো।”
সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবাকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও জানান, থানা সর্বদা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। যেকোনো ধরনের আইনগত সহায়তার প্রয়োজন হলে তিনি সরাসরি যোগাযোগের আহ্বান জানান।
ওসি আব্দুল বারিকের এমন ঘোষণা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।
সারাক্ষণ ডেস্ক 

















