আজ ১০ ডিসেম্বর বুধবার বিকেলে মাদারীপুর জেলার শকুনি লেকপাড়ে মুক্তাঙ্গনে মাদারীপুর -২ সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান এর সমর্থক,নেতা,কর্মী ও শুভাকাঙ্ক্ষী সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সর্বস্তরের মানুষের ভালোবাসার প্রিয় নেত্রী কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা থেকে মিছিল নিয়ে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা মুক্তাঙ্গনে এসে জড়ো হয়। তাদের একটাই দাবি মাদারীপুর – ২ সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন অবিলম্বে পরিবর্তন করে সৎ, নির্ভীক, সাহসী ও মাদারীপুর জেলার সর্বস্তরের মানুষের প্রিয় নেত্রী হেলেন জেরিন খানকে মনোনয়ন দিতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু, বিএনপি নেতা সান্টু খান,ভিপি সরোয়ার, কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব ওহিদুজ্জামান অহিদ, মাদারীপুর মহিলা দলের সভানেত্রী লাইজু আক্তার মিনুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে মশাল মিছিল করে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে সড়ক প্রদক্ষিণ করেন। তাদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
সারাক্ষণ ডেস্ক 

















