আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি,২০২৬) মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে “ক্লাব সোনালী আশা” ও গ্রামবাসীদের উদ্যোগে যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী শান্তি যজ্ঞ, সনাতন ধর্ম শিক্ষা ও সাংস্কৃতিক সম্মেলন এবং কবি গানের আয়োজন করা হয়।
ক্লাব সোনালী আশা সংঘের সভাপতি দীপঙ্কর হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সহ-সভাপতি রাজৈর উপজেলা বিএনপি ও কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও রাজৈর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সনজীব কুমার দাস, মহামানব গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাস, সাধারণ সম্পাদক নীলরতন সরকার, কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাওসার শেখ, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রাজীব সরকার, নিউটন বসু, মিঠুন গাইন,রিপন গাইন, কবির শেখ,তাপস মন্ডল,ভীষ্মদেব প্রমুখ।
সারাক্ষণ ডেস্ক 















