দীর্ঘদিন ধরে সরকারি জমি দখলের কারণে ভোগান্তিতে থাকা গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। অবশেষে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ জানুয়ারি,২০২৬) রাজৈর উপজেলায় পরিচালিত উচ্ছেদ অভিযানে প্রথম দফায় টেকেরহাট তাতীকান্দা এলাকার ২৮ নম্বর নাগরদী মৌজায় ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি আধাপাকা দোকান উচ্ছেদ করা হয়।
পরবর্তীতে বাজিতপুর ইউনিয়নের ৮১ নম্বর কোদালিয়া মৌজায় সরকারি হালটের ওপর অবৈধভাবে নির্মিত একটি ঘর উচ্ছেদ করা হলে প্রায় ৪৫ বছর ধরে বন্ধ থাকা একটি গ্রামীণ রাস্তা পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয়। এ অভিযানের মাধ্যমে আনুমানিক ৬০ শতাংশ সরকারি জমি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির দৈনিক সারাক্ষণ বার্তাকে বলেন, সরকারি জমি দখলমুক্ত করা এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে বন্ধ থাকা রাস্তাটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় জনগণ উপকৃত হবে। ভবিষ্যতে সরকারি জমিতে কেউ নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সারাক্ষণ ডেস্ক 
















