তিথি সাহার মেডিক্যালে পড়া অনিশ্চিত।যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মেয়ে তিথি সাহা।তার বাবা কালিদাস সাহা একটি কোম্পানির জুস, মসলা, জেলিসহ পণ্য ভ্যানে করে ডেলিভারি দেওয়ার কাজ করেন। মা মাধবী সাহা অবসরে ঠোঙা ও পাঁপড় বানিয়ে বিক্রি করেন। তাদের চারজনের অভাবে সংসারে সম্প্রতি আনন্দের খবর বয়ে আনে মেয়ে তিথি সাহা (১৯)। এবার মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। তবে অভাবের তাড়নায় তার ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তিথি সাহা যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। চলতি বছর তিনি নীলফামারী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। আর্থিক অসংগতির কারণে তার মেডিকেলে পড়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন তিথি সাহার পরিবার। সাহায্য পাঠানোর হিসাব নাম্বার কেশবপুর ব্রাঞ্চ, যশোর ০২০০০২৫০৬৩২৭১
মোবাইল নাম্বার ০১৯২৯৮৮৮৬৮৯
সারাক্ষণ ডেস্ক 
















