মাদারীপুর জেলায় অবস্থিত রাজৈর উপজেলার কদমবাড়ীতে প্রতিষ্ঠিত ‘শ্রী শ্রী মহামানব গণেশ পাগল সেবাশ্রম’-এর আগামী দিনের কর্মকান্ড ও উন্নয়নকল্পে কিছু পরিবর্তন আনা হবে এ মর্মে ফ্রেন্ডস ক্লাব ও সেবাশ্রম পরিচালনা কমিটি যৌথভাবে এই কাজগুলো সম্পন্ন করবে সেই সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্ম পরিকল্পনাগুলো নিম্নরূপ
১.যারা এই আশ্রমে অর্থ দান করেন, তাদের টাকা কী কাজে ব্যয় করা হচ্ছে তা জানার অধিকার প্রতিষ্ঠা করা হবে। দানের টাকার সঠিক হিসাব প্রতি তিন মাস অন্তর অন্তর ফেসবুকের মাধ্যমে প্রকাশ করা হবে।
২. ধর্মীয় স্থানে ধর্ম শিক্ষার উন্নয়ন করা হবে এবং একটি ‘গীতা স্কুল’ প্রতিষ্ঠা করা হবে।
৩. ধর্মীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় (যেমন: টিকটক বা কোনো অশ্লীল কাজ), তা পর্যবেক্ষণ করার জন্য আশ্রমের বিভিন্ন জায়গায় সিসি (CC) ক্যামেরা বসানো হবে।
৪. প্রতি মঙ্গলবার ভক্তদের জন্য যে প্লাস্টিকের প্লেটে প্রসাদ দেওয়া হয়, সেই প্লেটগুলো বাদ দেওয়া হবে এবং তা মানসম্মত করা হবে।
৫. যদি কোনো মন্দির থেকে দুর্নীতির রিপোর্ট আসে, তবে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৬. যারা এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন , তাদের কাজ অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে।
৭. ভক্ত সেবা ও ভক্তদের থাকার ব্যবস্থা আরও উন্নত করা হবে।
৮. এই প্রতিষ্ঠান থেকে ১৩ই জ্যৈষ্ঠ কুম্ভ মেলায় যে কোনো ধরনের অশ্লীল ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণরূপে বর্জন করতে হবে।
শ্রী শ্রী মহামানব গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি শ্রী মিরন বিশ্বাস, সাধারণ সম্পাদক নীলরতন সরকার, কোষাধ্যক্ষ বাবলু সরকার এবং ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাজিব সরকার রাজু যৌথভাবে এই ঘোষণা দেন।
সারাক্ষণ ডেস্ক 















