মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও দাখিল ২০২৬ ব্যাচের গরিব ও মেধাবী পরীক্ষার্থীদের মাঝে বিশেষ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি,২০২৬) দুপুর ১২টায় বিদ্যালয়ের সেমিনার কক্ষে দেশ ফাউন্ডেশন, ইশিবপুর, রাজৈর, মাদারীপুর-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইশিবপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কাওসার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু বক্কর ছিদ্দিক, সুপার, সাতবাড়িয়া দাখিল মাদরাসা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন,সহকারী শিক্ষক বাবু পল্টন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক তাসনিম আনাম (তমাল), সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেলিম আজাদ, কামাল শেখ, আরিফুর রহমান লিটন এবং মোঃ লিটন লস্কর ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,
বক্তারা বলেন, দেশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ইশিবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা, মানবিক চেতনা ও সমাজবিরোধী কার্যক্রম থেকে দূরে রাখতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এরপর সকলের মাঝে খাবারের প্যাকেট তুলে দেন।
দেশ ফাউন্ডেশন, গড়ে উঠেছে ইশিবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর সম্মিলিত উদ্যোগে।
মোঃ আলী শেখ 
















