আজ সোমবার (১২ জানুয়ারি,২৬) জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ উপলক্ষে জেলার হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল ৪:০০টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সমাজ সেবা কর্মকর্তা বিশ্বজিৎ বৈদ্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক মিন্টু কুমার ভদ্র, সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলার আহ্বায়ক জীবন বোস, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিমল দেবনাথ গেদু, আন্তর্জাতিক গীতা অনুশীলন সংঘের সভাপতি হরিপদ দাস, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল দাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক জয়ন্ত হালদার, পূজা উদযাপন পরিষদ মাদারীপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক সজল রায় সনাতন,বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির নিরাঞ্জন ঘোষ,প্রবীর সাহা প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মাদারীপুর জেলার ৫টি উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এ আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সারাক্ষণ ডেস্ক 
















