ভেড়ামারায় হোটেল বুয়া/খাবার হোটেল কর্মীকে গণধর্ষণের অভিযোগে করা মামলার এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছেন ভেড়ামারা থানা পুলিশ। রবিবার ভোরে ঘটনাস্থল উপজেলার মসলেমপুর এবং ষৌলদাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) রকিবুল ইসলাম।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, শনিবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া ঈশ্বরদী সড়কের বারোমাইল এলাকার একটি খাবার হোটেলে কাজ শেষে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী একসাথে ভ্যানযোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে মসলেমপুর নামক এলাকায় পৌছালে কয়েকজন পথরোধ করে ভ্যান থেকে টেনে হিচরে পার্শ্ববর্তী লিচু বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে স্বামী’কে একটি লিচু গাছের সাথে বেধে রেখে তার সামনেই পালাক্রমে ৪জন ধর্ষন শেষে গুরুতর আহতাবস্থায় ফেলে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। পরে সেখান থেকেই পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভেড়ামারা থানায় নিয়ে যায় পুলিশ। কিছুক্ষন পর পুলিশ তাদের রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার থানায় ফিরে আসেন।
তবে এ বিষয়ে ভুক্তভোগী ওই নারীর করা অভিযোগের বাহ্যিক কোন প্রাথমিক সত্যতা পাননি বলে জানান ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান। তিনি বলেন, গেলো রাত সাড়ে ১২টার দিকে এক হোটেল শ্রমিক নারী হাসপাতালে এসেছিলেন তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। যেহেতু রোগীর শরীরের বাহ্যিক কোন ক্ষত বা উল্লেখযোগ্য কোন আঘাতের আলামত ছিলো না সে কারনে আনীত অভিযোগের অধিকতর সত্যতা প্রমানের জন্য রোগীকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই রোগিনী ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এসে পৌছাননি বলে জানান আবাসিক মেডিকেল অফিসার ডা: হোসেন ইমাম।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম সারাক্ষণ বার্তাকে জানান, ‘শনিবার রাতে এক নারী হোটেল শ্রমিক তার স্বামীর সাথে কাজ শেষে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষনের শিকার হয়েছে এমন অভিযোগ এনে ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদি হয়ে ঘটনাস্থলের নিকটস্থ বাসিন্দা কালু প্রামানিক (৪৬), মুর্শিদ সেখ (৪৫), টিটু ওরফে টিপু (৪২), রুবেল আলী (২৪)সহ ৬জনের নামোল্লেখসহ গণধর্ষনের অভিযোগে মামলা করেছেন। মামলাটি রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরিক্ষার প্রস্তুতি প্রক্রিয়াধীন আছে। এই মামলার এজাহার নামীয় ৫জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন।