আজ ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১:০০টায় রাজৈর উপজেলা বিএনপি’র উদ্যোগে রাজৈর ঈদগাহ মাঠে ” জুলাই গণ অভ্যুত্থান” দিবস উদযাপিত হয়। রাজৈর উপজেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক ওহাব আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জাহান্দার আলী জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, সাবেক সহ-সভাপতি সালাম মৃধা, সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু, বিএনপি নেতা আবুল হোসেন, জাহাঙ্গীর খান, বিএনপি নেতা ইলিয়াস, বাদশা, যুবনেতা খায়ের হাওলাদার, যুবনেতা মেরাজ কাজী,ছাত্রদল নেতা মেহেদী হাসান সনেট, এছাড়াও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রায় দুই হাজারের অধিক নেতাকর্মীকে নিয়ে বিজয় মিছিল করে রাজৈরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। নেতৃবৃন্দ বলেন জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি করতে হলে সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই জুলাই শহীদদের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবো। বক্তারা আরো বলেন জুলাই শহীদদের চেতনা হৃদয়ে ধারণ করে সমাজের সকল স্তরে সাম্য, ন্যায় ও মৈত্রী স্থাপন করে বাংলাদেশকে বৈশ্বিক উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে হবে।