দিনাজপুরের চিরিরবন্দরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চিরিরবন্দরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ঘুঘুরাতলী মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর-০৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের সাবেক জেলা আমীর আলহাজ্ব মোঃ আফতাব উদ্দীন মোল্লা।
এ কর্মসূচি ছিল সারাদেশব্যাপী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ, যেখানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
সমাবেশে বক্তারা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনে ইসলামপন্থী শক্তিকে এগিয়ে আসতে হবে।
মিছিলে চিরিরবন্দর ও খানসামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।