ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী। নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর।

নাটোরে যৌন উত্তেজক ভেজাল ট্যাবলেট তৈরির কারখানায় এনএসআই ও সেনাবাহিনীর যৌথ অভিযান।

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ওষুধি গ্রামে অবৈধভাবে যৌন উত্তেজক ট্যাবলেট তৈরির অভিযোগে তিনটি দোকান ও কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার (৪ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন যৌন উত্তেজক ট্যাবলেট, ট্যাবলেট তৈরির কাঁচামাল এবং যন্ত্রপাতি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এনএসআই সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে যৌন উত্তেজক ট্যাবলেট তৈরি করে তা স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

এ তথ্যের ভিত্তিতে এনএসআই-এর নেতৃত্বে মোবারক স্টোর, রাজু, দেলোয়ার, কাসেম ও সজল নামে পরিচিত দোকান ও কারখানাগুলোতে অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেন নাটোর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম। তিনি সারাক্ষণ বার্তাকে জানান, এনএসআই-এর তথ্য অনুযায়ী সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনহীন বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী।

নাটোরে যৌন উত্তেজক ভেজাল ট্যাবলেট তৈরির কারখানায় এনএসআই ও সেনাবাহিনীর যৌথ অভিযান।

আপডেট সময় : ১১:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ওষুধি গ্রামে অবৈধভাবে যৌন উত্তেজক ট্যাবলেট তৈরির অভিযোগে তিনটি দোকান ও কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার (৪ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন যৌন উত্তেজক ট্যাবলেট, ট্যাবলেট তৈরির কাঁচামাল এবং যন্ত্রপাতি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এনএসআই সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে যৌন উত্তেজক ট্যাবলেট তৈরি করে তা স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

এ তথ্যের ভিত্তিতে এনএসআই-এর নেতৃত্বে মোবারক স্টোর, রাজু, দেলোয়ার, কাসেম ও সজল নামে পরিচিত দোকান ও কারখানাগুলোতে অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেন নাটোর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম। তিনি সারাক্ষণ বার্তাকে জানান, এনএসআই-এর তথ্য অনুযায়ী সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনহীন বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।