নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ওষুধি গ্রামে অবৈধভাবে যৌন উত্তেজক ট্যাবলেট তৈরির অভিযোগে তিনটি দোকান ও কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর।
সোমবার (৪ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন যৌন উত্তেজক ট্যাবলেট, ট্যাবলেট তৈরির কাঁচামাল এবং যন্ত্রপাতি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এনএসআই সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে যৌন উত্তেজক ট্যাবলেট তৈরি করে তা স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
এ তথ্যের ভিত্তিতে এনএসআই-এর নেতৃত্বে মোবারক স্টোর, রাজু, দেলোয়ার, কাসেম ও সজল নামে পরিচিত দোকান ও কারখানাগুলোতে অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেন নাটোর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম। তিনি সারাক্ষণ বার্তাকে জানান, এনএসআই-এর তথ্য অনুযায়ী সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনহীন বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।