ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: রাজৈরে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি এস. আলম গ্রুপের ২০ বিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ: ১১৭ দেশে নজিরবিহীন অনুসন্ধান জামায়াতের ভাব বেড়ে গেছে: গয়েশ্বর চন্দ্র রায় জালিয়াতির চক্রে রাজউক।নথি জালিয়াতিতে জড়িত রাজউকের বিশেষ চক্রের সাথে কর্মকর্তাদের যোগসাজশ। লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ–ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরাকান আর্মির এক সদস্যের আত্মসমর্পণ নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিতু চিরিরবন্দরে বিআরটিসি বাস খাদে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আউলিয়াপুরে শিশু ও যুব ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুর রাজৈর থানা হেফাজত হতে মাদক মামলায় অভিযুক্ত আসামির পলায়ন।

রাজনৈতিক বিরোধের জেরে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি।আহতের পরিবার নিরাপত্তাহীনতায়।

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদি গ্রামে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আসিফ তালুকদার (২০) নামে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আসিফ তালুকদার শ্রীনদি গ্রামের ইকবাল তালুকদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলের সঙ্গে কথাকাটাকাটির জেরে আসিফের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠি, ঘুষি ও লাথি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আসিফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি শারীরিকভাবে দুর্বল অবস্থায় আছেন।

আসিফের পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীর ছেলে সঙ্গে কথা-কাটাকাটির জেরেই এই হামলা সংঘটিত হয়েছে। হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

আসিফ বর্তমানে আতঙ্কিত হয়ে পলাতক অবস্থায় রয়েছেন। তিনি অভিযোগ করেন, হামলার পর তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে মামলা না করার জন্য। ফলে পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: রাজৈরে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি

রাজনৈতিক বিরোধের জেরে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি।আহতের পরিবার নিরাপত্তাহীনতায়।

আপডেট সময় : ১২:৪০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদি গ্রামে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আসিফ তালুকদার (২০) নামে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আসিফ তালুকদার শ্রীনদি গ্রামের ইকবাল তালুকদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলের সঙ্গে কথাকাটাকাটির জেরে আসিফের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠি, ঘুষি ও লাথি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আসিফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি শারীরিকভাবে দুর্বল অবস্থায় আছেন।

আসিফের পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীর ছেলে সঙ্গে কথা-কাটাকাটির জেরেই এই হামলা সংঘটিত হয়েছে। হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

আসিফ বর্তমানে আতঙ্কিত হয়ে পলাতক অবস্থায় রয়েছেন। তিনি অভিযোগ করেন, হামলার পর তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে মামলা না করার জন্য। ফলে পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।