দিনাজপুর জেলার সুযোগ্য ও চৌকস সাবেক পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম সম্প্রতি রংপুর পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (Additional DIG) হিসেবে পদায়ন লাভ করেছেন।
দিনাজপুরে দায়িত্ব পালনের সময় তিনি দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে তার অবদান ছিল প্রশংসনীয়।
রংপুর রেঞ্জে তার নতুন দায়িত্বে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করছে পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণ।অভিনন্দন ও শুভ কামনা জানাই মো. হামিদুল আলমকে তার আগামী দিনগুলো আরও সাফল্যমণ্ডিত হোক।