ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মুহাম্মাদ নাইমুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি তাঁর বক্তব্যে দেশের সাম্প্রতিক দুঃসহ পরিস্থিতি তুলে ধরেন। দেশের নানা স্থানে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন। গাজীপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক হানাহানির কারণে মানুষের মৃত্যু ও আহতের সংখ্যা আশঙ্কাজনক মাত্রায় বেড়েছে। তিনি দেশের রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী।
প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আল-আমিন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ আলমগীর হোসেন, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. ফয়জুল হক, মাওলানা মোহাম্মদ মোক্তার আহমেদ, ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, মাওলানা হাফেজ ক্বারি ইব্রাহিম আল হাদী, আলহাজ্ব মোঃ কামাল হোসেন তালুকদার, আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ অলিউল্লাহ সরদার প্রমুখ।
সমাবেশে বর্তমান রাজনৈতিক সংকট, সন্ত্রাস ও অনিয়ম প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা গুরুত্বসহকারে আলোচনা করা হয়।