ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জালিয়াতির চক্রে রাজউক।নথি জালিয়াতিতে জড়িত রাজউকের বিশেষ চক্রের সাথে কর্মকর্তাদের যোগসাজশ। লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ–ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরাকান আর্মির এক সদস্যের আত্মসমর্পণ নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিতু চিরিরবন্দরে বিআরটিসি বাস খাদে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আউলিয়াপুরে শিশু ও যুব ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুর রাজৈর থানা হেফাজত হতে মাদক মামলায় অভিযুক্ত আসামির পলায়ন। উলিপুরে ৫ বছরের কন্যাশিশুকে ধ’র্ষণের অভিযোগে ব্যক্তি গ্রেফতার সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা জাকির খান গ্রেফতার চিরিরবন্দর বিন্যাকুড়ি ইছামতী নদীতে ৮ বছর বয়সী শিশুর নদীতে পড়ে মৃত্যু

ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত।

ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মুহাম্মাদ নাইমুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি তাঁর বক্তব্যে দেশের সাম্প্রতিক দুঃসহ পরিস্থিতি তুলে ধরেন। দেশের নানা স্থানে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন। গাজীপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক হানাহানির কারণে মানুষের মৃত্যু ও আহতের সংখ্যা আশঙ্কাজনক মাত্রায় বেড়েছে। তিনি দেশের রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী।

প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আল-আমিন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ আলমগীর হোসেন, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. ফয়জুল হক, মাওলানা মোহাম্মদ মোক্তার আহমেদ, ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, মাওলানা হাফেজ ক্বারি ইব্রাহিম আল হাদী, আলহাজ্ব মোঃ কামাল হোসেন তালুকদার, আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ অলিউল্লাহ সরদার প্রমুখ।

সমাবেশে বর্তমান রাজনৈতিক সংকট, সন্ত্রাস ও অনিয়ম প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

জালিয়াতির চক্রে রাজউক।নথি জালিয়াতিতে জড়িত রাজউকের বিশেষ চক্রের সাথে কর্মকর্তাদের যোগসাজশ।

ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত।

আপডেট সময় : ১২:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মুহাম্মাদ নাইমুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি তাঁর বক্তব্যে দেশের সাম্প্রতিক দুঃসহ পরিস্থিতি তুলে ধরেন। দেশের নানা স্থানে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন। গাজীপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক হানাহানির কারণে মানুষের মৃত্যু ও আহতের সংখ্যা আশঙ্কাজনক মাত্রায় বেড়েছে। তিনি দেশের রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী।

প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আল-আমিন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ আলমগীর হোসেন, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. ফয়জুল হক, মাওলানা মোহাম্মদ মোক্তার আহমেদ, ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, মাওলানা হাফেজ ক্বারি ইব্রাহিম আল হাদী, আলহাজ্ব মোঃ কামাল হোসেন তালুকদার, আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ অলিউল্লাহ সরদার প্রমুখ।

সমাবেশে বর্তমান রাজনৈতিক সংকট, সন্ত্রাস ও অনিয়ম প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা গুরুত্বসহকারে আলোচনা করা হয়।