ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শতবর্ষপূর্তি অনুষ্ঠানের লোগো।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ও সবার শ্রদ্ধাভাজন সাইফুল্লাহ কলম স্যার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতবর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। সভা পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী জাহিদ আনোয়ার রাসেল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও পরামর্শ দেন প্রাক্তন শিক্ষার্থীরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—এ্যাডভোকেট মো. কামরুল হাসান সোহেল (যুগ্ম সদস্য সচিব), খাদেমুল ইসলাম (অবসরপ্রাপ্ত এজিএম, বিসিক), শাহজাহান রাজা (অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা), হারুন অর রসিদ (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট), নজরুল ইসলাম (উপজেলা শিক্ষা অফিসার), জাকির হোসেন (আল-আরাফা ব্যাংক কর্মকর্তা), এ্যাসিস্ট্যান্ট প্রফেসর আব্দুস সালাম, শাহিন ই আরিফ, বেলাল হোসেন, আসাদুজ্জামান পাভেল, নুরুজ্জামান সাদ্দাম, BHBFC সোহেল এবং শতবর্ষ উদযাপনের প্রাণ সোহেল রানা (৯৯ ব্যাচ) প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনকে স্মরণীয় করে তুলতে সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস, শিক্ষাক্ষেত্রে অবদান এবং প্রাক্তন শিক্ষার্থীদের কৃতিত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, শতবর্ষপূর্তি উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে অথবা সরাসরি বিদ্যালয় থেকে ফরম সংগ্রহ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। আয়োজকরা জানান, শতবর্ষপূর্তির মূল অনুষ্ঠান হবে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে, যেখানে থাকবে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও প্রাক্তনদের পুনর্মিলনী।
লিমন আহম্মেদ