পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার বাজারে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আজাহারুল নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
আটক আজাহারুল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে
শনিবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে সোনাহার বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পার্ক করা একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে ফেলে। পরে স্থানীয়রা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত হন।
খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক আজাহারুলকে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, বাজার এলাকায় সম্প্রতি মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে, তাই দ্রুত বিচার নিশ্চিত করে এই ধরনের অপরাধ বন্ধ করতে হবে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মোটরসাইকেল চুরি চক্রের সাথে তার কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
লিমন আহম্মেদ