লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন রংপুর রিজিয়ন কমান্ডার ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান (এসজিপি)। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মানবকল্যাণেও নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণের আগে রিজিয়ন কমান্ডার তিস্তা ব্যাটালিয়নের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন এবং ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিঁড়া, তেল, আলু, পেঁয়াজ ও লবণ। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্বেরই অংশ।