চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি ইউনিয়নের ইছামতী নদীর ৩ ব্রিজ সংলগ্ন এলাকায় আসমাইন নামে ৮ বছর বয়সী এক শিশু নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আসমাইন নদীর তীরে খেলা করছিলো। আচমকা নদীতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী দ্রুত উদ্ধার চেষ্টা শুরু করেন। প্রায় ১ ঘণ্টা ঘুরে নদীতে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। এর পর স্থানীয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় তিন ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অনুসন্ধানের পর বিকেল নাগাদ শিশুটির লাশ নদী থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ পরবর্তীতে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
শোকস্তব্ধ পরিবার ও স্থানীয় জনসাধারণ শিশু আসমাইনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা স্থানীয় প্রশাসনের কাছে নদী সংলগ্ন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা এবং এমন দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে যেন এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে পুনরায় না ঘটে।
আব্দুল হাকিম মিয়া