কুড়িগ্রামের উলিপুরে ৫ বছরের এক কন্যাশিশুকে ধ’র্ষণের অভিযোগে মো. ছক্কু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া (পালের ঘাট) এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ছক্কু মিয়া হাতিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মো. জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ জানায়, দিনে-দুপুরে শিশুটিকে ধ’র্ষণের অভিযোগে ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। অভিযোগের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, গ্রেফতারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এলাকাবাসী অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সামাজিক সংগঠন ও শিশু অধিকার কর্মীরা বলছেন, এ ধরনের জঘন্য অপরাধ রোধে কঠোর আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি জরুরি।