দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুরে “বৃক্ষরোপণ, বিতরণ ও পরিচর্যা-২০২৫” কর্মসূচির আয়োজন করেছে আউলিয়াপুর শিশু ও যুব ফোরাম।
মঙ্গলবার করিমুল্যাপুর বাগানবাড়ি এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. গুলজার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া বিশ্বাস, প্রোগ্রাম অফিসার, দিনাজপুর এপি।
এসময় উপস্থিত ছিলেন আউলিয়াপুর যুব ফোরামের সভাপতি আল মমিন, শিশু ফোরাম, যুব ফোরাম ও ভিডিসি কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।
আউলিয়াপুর যুব ফোরামের সভাপতি আল মমিন জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পরিবেশ দূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া, সমাজের সকলকে গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যায় উৎসাহিত করাও এর মূল উদ্দেশ্য।
মিলন আহম্মেদ