দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রংপুর–দিনাজপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিআরটিসি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসের সব যাত্রী।
রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের পূর্বে ঝর্না নার্সারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি সড়কের ধারে উল্টে খাদে পড়ে যায়।
দশমাইল হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। যাত্রীরা স্বল্প আঘাত পেয়েছেন এবং সবাই নিরাপদে আছেন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেন এবং পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় বাসটি তোলা হয়। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আব্দুল হাকিম মিয়া