দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুরের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিতু (১৬) নিজের বিয়ে নিজেই বন্ধ করে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে।
ওয়ার্ল্ড ভিশন, আউলিয়াপুরের শিশু ও যুব ফোরামের তৎপরতায় ২৪ জুলাই রাতে এই বাল্যবিবাহ বন্ধ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জুলাই রাত ১০ টার দিকে পাশের গ্রামের এক যুবকের (২২) সঙ্গে মিতুর বিয়ের আয়োজন সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু মিতু এ সিদ্ধান্তে রাজি ছিল না। রাত ৮টার দিকে সে বিষয়টি গোপনে আউলিয়াপুরের শিশু ও যুব ফোরামের সদস্যদের জানায়। খবর পেয়ে ফোরামের সদস্যরা দ্রুত ওয়ার্ল্ড ভিশনের ফ্যাসিলিটরবৃন্দকে জানায় এবং বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ নেন।
ওয়ার্ল্ড ভিশনের ফ্যাসিলিটরবৃন্দ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করেন এবং মিতুর মা-কে বোঝান রাষ্ট্রের আইন অনুযায়ী ১৮ বছরের আগে বিয়ে বেআইনি ও ক্ষতিকর। এরপর মিতুর মা লিখিতভাবে অঙ্গীকার করেন, মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বিয়ের চেষ্টা করবেন না।
শিশু ও যুব ফোরামের সদস্যরা জানিয়েছেন, মিতুর সাহস ও সচেতনতার কারণেই এই বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে। তারা আশা করেন, মিতুর এই উদাহরণ এলাকায় অন্যদেরও সচেতন করবে।
মিলন আহম্মেদ