ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২১ বোতল ফেন্সিডিলসহ সেলিম রেজা (২৭) নামে গেজেটভুক্ত এক জুলাই যোদ্ধাকে আটক করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে খুরশেদ আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় খুরশেদের ছেলে সেলিম রেজার শয়নকক্ষ থেকে ২১ বোতল ফেন্সিডিল, দুটি মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করে। আটক সেলিম সাংবাদিকদের কাছে স্বীকার করেন যে তিনি একজন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা এবং সরকারের সব ধরনের সুবিধা গ্রহণ করেছেন।
ওসি সারোয়ারে আলম খান বলেন, সে যে একজন জুলাই যোদ্ধা, তা নিশ্চিত হওয়া গেছে এবং তার কার্ডও পাওয়া গেছে। তবে সে একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লিমন আহম্মেদ