ঋমাদারীপুরে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির কর্মী সম্মেলন। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদারীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে এবং সামা ওবায়েদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
সম্মেলনে বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, দুর্নীতি আর লুটপাট করে ক্ষমতায় বেশিদিন থাকা যায় না। আজ ফ্যাসিবাদীদের পতন এমনভাবে হয়েছে যে জনগণ এখন আওয়ামী লীগের নামটাও শুনতে চায় না।” তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষ না করায় জনগণের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির কার্যক্রম চলছে। দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, তাদের কোনো স্থান বিএনপিতে হবে না।
সভাপতির বক্তব্যে সামা ওবায়েদ বলেন, মাদারীপুরে বিএনপির কর্মীরা পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করেন। চাঁদাবাজি ও লুটপাটের সঙ্গে কেউ জড়িত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি স্লোগান তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” উল্লেখ করে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সম্মেলনের মাধ্যমে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলহাজ্ব জাহান্দার আলী জাহান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ূন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু,মো. শাহজাহান মিয়া সরদার, বিএম মাহমুদ আলম সরদার, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, মো. সাদিকুর রহমান সাদিকসহ আরও অনেকে।