আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকরা নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আখতার আহমেদ বলেন, নির্বাচনের সব তথ্য আপনারা রোডম্যাপ ঘোষণাতেই জানতে পারবেন।
প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে ইসি সচিব জানান, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আলোচনা শেষে সাংবাদিকদের জানানো হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন কমিশন পেয়েছে, যা যাচাই-বাছাই চলছে।
এর আগে গত ৭ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, সভার শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, ৫ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।
সজল মন্ডল