ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের খড়িবাড়ি এলাকায় বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুরে একটি সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা চার যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, আহতরা পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।
লিমন আহম্মেদ