মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর স্ত্রী মা আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে দিপু রায় নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরগাঁও থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার পঞ্চগড় থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিপু রায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ প্রকাশ্যেও মহানবী (সা.) ও মা আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করতেন। এছাড়া, তিনি এক মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগেও অভিযুক্ত।
ঘটনার পর বৃহস্পতিবার স্থানীয় সচেতন যুবকরা তার শাস্তির দাবিতে প্রতিবাদ জানায়। একইসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
পুলিশ জানায়, দিপু রায়ের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লিমন আহম্মেদ