লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক ব্যবসায় যুক্ত হতে অস্বীকৃতি জানানোর জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই নারী, ইভা আক্তার, বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১০ আগস্ট) দুপুরে সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকার চৈতা পাড়ায়।
স্থানীয় সূত্র ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে পশ্চিম সিন্দুর্ণা গ্রামের কলিম উদ্দিনের মেয়ে ইভা আক্তারের বিয়ে হয় চৈতা পাড়ার শাজাহান আলীর ছেলে আমিনুর রহমানের সঙ্গে। বিয়ের পর থেকেই আমিনুরের ভগ্নিপতি মিরাজুল, যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসায় জড়িত বলে পরিচিত, নবদম্পতিকে অবৈধ ব্যবসায় সহযোগিতা করার প্রস্তাব দেন। কিন্তু তারা রাজি না হওয়ায় পারিবারিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং ইভা প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন তুচ্ছ এক বিষয়কে কেন্দ্র করে মিরাজুল, আমিনুরের বোন নুরজাহানসহ কয়েকজন মিলে ইভাকে বেদম মারধর করেন। স্বামী আমিনুর প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা ইভাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ইভা আক্তার বাদী হয়ে মিরাজুলকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল নবী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।