ঠাকুরগাঁওয়ে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে জেলার ৫৪টি ইউনিয়নের মোট ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় শিক্ষার্থীদের পাঠদক্ষতা ও সংখ্যাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়। এছাড়া শিক্ষা উপকরণ ও প্রযুক্তির কার্যকর ব্যবহার, বিদ্যালয়ের অবকাঠামো, পরিবেশ ও শৃঙ্খলা উন্নয়ন এবং মূল্যায়ন ও ফলাফল নিরীক্ষণ পদ্ধতি উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে।
কর্মশালায় জানানো হয়, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গুলোকে মডেল স্কুলে পরিণত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
লিমন আহম্মেদ