আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জীবন বোস এর সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু। মঙ্গল শোভাযাত্রা কপালী যুব সংঘ নাট-মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোড এসে পুনরায় নাট- মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় শত শত নারী পুরুষ ধর্ম – বর্ণ নির্বিশেষে সামিল হয়। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল ছোট ছোট সোনা মনিরা রাধাকৃষ্ণ সেজে দর্শকদের মন কেড়েছে। মঙ্গল শোভাযাত্রায় ঢাকা ,ঢোল ,শঙ্খ কাসি ,মৃদঙ্গ,হাতে নিশান, শ্রীকৃষ্ণের বিগ্রহ নিয়ে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার শহীদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতা হিমেল আল ইমরান , রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক মিয়া মানকু ,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহাদেব সূত্রধর , যুগ্ম আহ্বায়ক সনজীব কুমার দাস, যুগ্ম আহ্বায়ক ভবেন সরকার , যুগ্ম আহ্বায়ক শুভংকর মজুমদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
মঙ্গল শোভাযাত্রায় রাজৈর থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার ঘোষ সার্বক্ষণিক সহযোগিতা করেন এবং নিজে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান বলেন, মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে আমি সহ আমার সকল ফোর্স একযোগে কাজ করেছে। এবং সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সমাপ্ত হয়েছে। এজন্য রাজৈরবাসীকে ধন্যবাদ জানাই।