সুনামগঞ্জের মধ্যনগরে সীমান্ত এলাকায় আবারও অবৈধ পণ্য আটকের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল সংখ্যক ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মধ্যনগর উপজেলার মাটিরাবন বিওপি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত পিলার ১১৮৯/১০-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৭০ পিস ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।